April 28, 2024, 9:31 pm

নতুন বিজ্ঞাপনে ফারহানা মিলি

অনলাইন ডেস্ক।
সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের আওতাধীন জনসচেতনতা মূলক বিজ্ঞাপনচিত্রে উপস্থিত হয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন অভিনেত্রী ফারহানা মিলি। ইতোমধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা মূলক বিজ্ঞাপনে এবং পাটজাত বস্ত্র ব্যবহারে জনসচেতনতা গড়তে তৈরী বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন। সম্প্রতি তৌহিদ মিতুলের নির্দেশনায় ই-পাসপোর্টরে ব্যাপারে জনগণকে জানানোর লক্ষ্যে নির্মিত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। রাজধানীর উত্তরার পাসপোর্ট অফিসে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ফারহানা মিলি বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের জনসচেতনতা মূলক বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী। চলতি বছর এ ধরনের তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। আমি মনে করি, শুধু অভিনয় করেই আমার দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যায় না। শিল্পী হিসেবে সমাজের প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি ফারহানা মিলি যেমন দেশের মানুষের ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি, তেমনি দেশের মানুষের জন্য কিছু করা আমার দায়িত্ব। তিনি বলেন, ই-পাসপোর্ট’র কাজটি ভালো হয়েছে। আশা করছি, যারা ই-পাসপোর্ট করতে আগ্রহী তাদের এটা মনোযোগ দিয়ে দেখা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :