April 27, 2024, 11:44 pm

আমি অতীত,বর্তমান ভবিষ্যতে সব কালের সহযাত্রী!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।

আমি মহাকালের গর্ভে আগত একাল সেকাল বহু
কাল যাপিত,
স্থলাভিষিক্ত একবিন্দু পানি ও মৃত্তিকার সংমিশ্রণে
এক আদম সন্তান।
আমি অতীত,বর্তমান ভবিষ্যতে সব কালের সহযাত্রী-
আমি মহাকালের সাক্ষী হয়ে অনন্তকালের অভিযাত্রী!
আমার জন্ম বৃত্তান্ত শুধুমাত্র জানেন একান্ত তিনিই;
যিনি করেছেন আমায় নূরের আলোই আলোকিত;
সৃষ্টিকর্তার সব আত্মাদের বলেছিলেন পৃথিবীতে কি আসতে চাও?
নিশ্চয়ই চেয়েছিলাম সুন্দর এই পৃথিবীতে আসতে চাই,
আবার ফিরে যেতে হবে সেই মাটিতেই পুনরায়ঃ
একজন মানুষ আদম সন্তানের এইটাইতো ইতিবৃত্ত;
সমগ্র জীব জন্তু ও প্রাণীকুলের এটাই তো জীবন
বৃত্তান্ত।

আরও পড়ুন।

👉চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

মৃত্যু শুধু এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান মাত্র-
তারপর সেই মহাকালের জীবন- পুনরুত্থান দিবস
শেষ বিচার ও অনন্ত কাল,না জানি জান্নাত কত সুন্দর!
সৃষ্টিকর্তা দিয়েছেন কিছুকাল জীবন ভবে কাজ করার ও উপভোগ করার স্বাধীনতা;
নিয়ম কানুন ভালো-মন্দ বিচারের সবকিছুর ক্ষমতা,
অনুভূতি উপলব্ধি, বিবেক বুদ্ধি, হৃদয় অন্তর আত্মা;
সৃষ্টি তত্ত্বের সবকিছুই মানুষের পূর্ণতা ও প্রাপ্তির জায়গা!
এই পৃথিবীটা সুন্দর তাহলে কেন বলব না আমরা?
পালনকর্তা দিয়েছেন মন-হৃদয় আশা প্রেম-ভালোবাসা!
সব কিছু পাওয়ার পরও শ্রেষ্ঠ মানুষ হয়ে সৃষ্টিকর্তার নিকট কেন করবো না আমারা শুকরিয়া?

দুঃখ কষ্ট,পাওয়া না পাওয়া, বিধি- নিষেধ,ক্ষমা দোয়া;
বিপদ আপদ,রোগ-শোক অভাব ক্ষুধা- দারিদ্রতা
মৃত্যু অকালমৃত্যু নিয়েই পৃথিবীর জীবন।
অকাল মৃত্যু বলে কিছু নেই,অল্প সময়ে চলে যাওয়া সবই পুনঃনির্ধারিত;
নিয়তি বা ভাগ্য,সবই তো স্রষ্টার সৃষ্টির পূর্বেই সংগঠিত!

হে সৃষ্টিকর্তা তুমি সুমহান- জগতের যত প্রাণী শ্রেষ্ঠতম মানুষ,
সবকিছুই তোমার দ্বারা সংগঠিত আবার তোমার
অনুগামী গণ তোমারি নিকট প্রত্যাবর্তিত।
তুমি আদি- অন্ত; তুমি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়!
তুমিই বিরাট সুবিশাল অনন্ত অসীম দয়াময়; অবিনশ্বর শক্তির আধার!
২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :