April 28, 2024, 5:03 am

বাংলাদেশ থেকে হজে গেছেন ৪৪২৩৩ জন, মৃত্যু ৭

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গত ২৪ দিনে সৌদি আরবে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন।

তাদের মধ্যে সর্বশেষ মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে একজনের মৃত্যু হয়। ৬১ বছর বয়সী এই বৃদ্ধ টাঙ্গাইলের বাসিন্দা।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :