এম এন সরদার।। আজ ২৫ অক্টোবর ভোর সাড়ে চারটায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়িয়া অবস্থিত চিশতিয়া কাদরিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মোঃ আবু ইসহাক সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন? মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে এবং অসংখ্য মুরিদান ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ মাগরিব খয়ের বাড়িয়াস্হ তার দরবার শরীফ চত্বরে নামাজে জানাজা শেষে ব্যক্তিগত কবরস্থানে দাফন করা হয়।।
আবহাওয়া
Dhaka
haze
28
°
C
28
°
28
°
61 %
4.2kmh
20 %
Mon
27
°
Tue
35
°
Wed
35
°
Thu
36
°
Fri
37
°