September 28, 2022, 9:15 pm

কাজিপুরে বন্যা দুর্গতদের পাশে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উত্তরা।

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
“বন্যা দুর্গতদের পাশে, সবাই একসাথে” শ্লোগানে উজ্জীবিত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ুয়াদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উত্তরা’র সদস্যরা সিরাজগঞ্জের কাজিপুরের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তা নিয়ে।

বুধবার ২৬আগস্ট সকালে টেংলাহাটা আর আই এম ডিগ্ৰী কলেজ মাঠে শুভগাছা ও গান্দাইল ইউনিয়নের ৩৫০টি বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এসময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ায় তবে সমাজে কোন দুঃখী মানুষ থাকবেনা। মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী ছাত্রদের ধন্যবাদ জানিয়ে তাদের আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উত্তরা সংগঠনের নেতৃত্ব দানকারী আবীর আহমেদ জানান, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অসহায়, এতিম, পথশিশুদের প্রতিবছর খাবার, পোশাক বিতরণ, ফল উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গরিবদের মাঝে ফল বিতরণসহ সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি সংগঠনের মুলনীতি।
আরো উপস্থিত ছিলেন, টেংলাহাটা আর আই এম ডিগ্ৰী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান তালুকদার, শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সহ সভাপতি খোরশেদ আলম খুশু,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ। গান্দাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইমরুল কায়েস টিটু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তালুকদার সহ কলেজের শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :