September 29, 2022, 12:58 am

কোটচাঁদপুরে করোনা সংক্রান্ত সচেতন মূলোক প্রচার

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহ জেলা প্রশাসকে উদ্যোগে কোটচাঁদপুর পৌরসভা এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বৃহস্পতিবার সকালে কোভিট ১৯ শের সংক্রমণ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে করোনা ভাইরাসের আক্রান্তে হাত থেকে নিজে ও অন্যকে বাঁচাতে চলছে প্রচার। কলেজে স্টান্ড, পৌর বাস টার্মিনালে, মেইন বাজার, মেইন বাসস্ট্যান্ড, বলুহর বাসস্ট্যান্ড সহ পত্যান্ত অঞ্চলে ভ্যান যোগে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতন মূলোক কর্মকাণ্ড অব্যাহত রাখতে প্রচার করতে দেখা যায়। যেমন মাস্ক বাদে ঘরের বাইরে বের হবেন না, গণজামায়েত, সভা সমাবেশ, মিছিল মিটিং, থেকে বিরতো থাকা। বিনা প্রয়োজনে যেখানে সেখানে আড্ডা দেওয়া, সহ নানাবিধ সচেতন মূলোক প্রচার করতে দেখা যায়। এ আইন অমান্য কারীকে আইনের আওতায় আনা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :