May 25, 2022, 2:07 pm

কোটচাঁদপুরে সবার প্রিয় মুখ আব্দুর রউফ স্যার আর নেই

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কোটচাঁদপু‌রে অসাধারণ প্র‌তিভাধর, শিক্ষাগুরু, কোটচাঁদপুর সরকারী ম‌ডেল পাইলট মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের অবসরপ্রাপ্ত সক‌লের অত্যন্ত প্রিয় আঃ রউফ স্যার (৭২) আজ বুধবার ( ৯ই সেপ্টেম্বর) ভোর রাত ৪-৪০ মিনিটে তার মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। “ইন্না‌-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রা‌জিউন” তিনি দীর্ঘদিন ধরে টাইফয়েড জ্বরে ভুগছিলেন। স্যা‌রের মৃত্যু‌তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যু কালে এক কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্যারের ভাই ইউনুছ আলি মোল্লা জানান, প্রথম জানাযার নামাজ কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় জানাযার নামাজ কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে বাদ আসর অনুষ্ঠিত হয়ে পৌর কবর স্থানে দাফন সম্পন্ন হবে ।

Leave a Reply

Your email address will not be published.

     এই ক্যাটাগরির আরো সংবাদ:

BengaliEnglish