April 16, 2024, 6:37 am

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

খুলনা প্রতিনিধি।।
খুলনার ফুলতলা উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আবু সালেহ হোসেন (৩৭) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২ টায় খুলনা – যশোর মহাসড়কের ফুলতলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আবু সালেহ হোসেন যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) ও যশোর থেকে খুলনাগামী ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে তাকে ফুলতলা স্বা্স্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাবুদ্দীন চৌধুরি বলেন, ‘এ ঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। বাস চালক পালিয়েছেন। মৃত ট্রাক চালকের লাশ হাসপাতালে আছে, মামলার প্রস্তুতি চলছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :