April 27, 2024, 6:14 am

দর্শনায় যুব কল্যাণ ট্রাষ্ট ৮৭ ব্যাচ “র করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে দিনভোর মাস্ক বিতরণ

দৈনিক পদ্মা সংবাদ, নিজস্ব প্রতিবেদক।
কোভিড-১৯ পৃথিবীর সবচেয়ে আতংকের এক ব্যধির নাম। বিশ্বজুড়ে প্রতিদিনই লাখো মানুষের প্রাণহানি সহ আক্রান্ত সংখ্যা কমনেই।বিভিন্ন উন্নত দেশের বিজ্ঞানের চেষ্টায় এর ভেক্সিন আবিষ্কার হলেও এর কার্যকরী তেমন সফলভাবে কাজ করছে কিনা বুঝার উপায় নেই। তবে এর থেকে সুরক্ষিত থাকতে বিশেষ দিক গুলি। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাক্স ব্যবহার করা,নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া।এই মহামারী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও করোনাভাইরাস সচেতনতামূলক মাইকিং করেছে যুব কল্যাণ ট্রাষ্ট ব্যাচ ৮৭ (দর্শনা সরকারি কলেজ ) সংগঠনটির আয়োজনে সারাদিন দর্শনায় মাস্ক বিতরণ ও বিকালে উদ্ভিদ সংগনিরোদ কেন্দ্রের অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে ইফতারি ও মতবিনিময় করা হয়। নগরীর বিভিন্ন খোলা দোকানি, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন যুব কল্যাণ ট্রাষ্ট ব্যাচ ৮৭ (দর্শনা সরকারি কলেজ ) এলাকাগুলোতে প্রায় ১ হাজারের অধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। সেই সঙ্গে তারা মাস্কের সঠিক ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সচেতন করেন। মাস্ক নাই, সেবা নাই; জানা সত্ত্বেও এলাকাবাসি মাস্কবিহীন ঘোরাফেরা করতে দেখায় তাদের হাতে মাস্ক তুলে দেন এবং মাস্ক ছাড়া চলাচল না করার জন্য সচেতন করেন। মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক করার পাশাপাশি তারা বিকালে সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময় করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :