April 19, 2024, 12:24 pm

দেশের ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দারুণ সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দেশের ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দারুণ সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।
দেশের ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ইবতেদায়ি শিক্ষকদের মানবিক জীবনযাপনের বিষয়টি নজরে নিয়ে এরইমধ্যে আমরা কাজ শুরু করেছি।
সোমবার (৩১ আগস্ট) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে এক ভার্চুয়াল সেমিনারে এ কথা জানান তিনি।
ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।
শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার ওপরে জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সবাই চাকরির পেছনে দৌঁড়ালে হবে না, উদ্যোক্তাও হতে হবে। সে জন্য আমরা কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। সাধারণ শিক্ষা সিলেবাসে বাধ্যতামূলক একটি কারিগরি ট্রেড যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে ২০২১ সাল থেকে এটি কার্যকর করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেই উদ্যোগ খানিকটা পেছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :