April 26, 2024, 8:54 am

নওগাঁয় শীত মওসুমে চাষ হচ্ছে ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন শাকসব্জি

নওগাঁ জেলায় চলতি রবি’ ২২-২৩ মওসুমে মোট ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসব্জির চাষ হয়েছে। এসবের মধ্েয রয়েছে শিম, লাউ, পটল, বেগুন, ফুলকপি, পাতা কপি, পালং শাক, মুলা, বরবটি, করলা, লালশাকসহ, চিচিঙ্গা,ওলকপি ইত্যাদি।
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন জানিয়েছেন উপজেলা ভিত্তিক শীতকালীন শাকসব্জি চাষের পরিমান হচ্ছে সদর উপজেলায় ৯৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ২৩০ হেক্টর, আত্রাই উপজেলায় ৩৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১২৩০ হেক্টর, মহাদেবপুর উপজেলায়, ১২৬০ হেক্টর, পতœীতলা উপজেলায় ৯৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৩২০ হেক্টর, সাপাহার উপজেলায় ৪৬৫ হেক্টর, পোরশা উপজেলায় ৩৯০ হেক্টর, মান্দা উপজেলায় ১০৮৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৭০০ হেক্টর।
কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে উল্লেখিত পরিমাণ জমি থেকে ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন শাকসব্জি উৎপাদিত হবে। এদিকে চলতি বছর খরিপ-১ মওসুমে ৬ হাজার ৭শ হেক্টর জমি থেকে ১ লক্ষ ২৩ হাজার ৬১৫ মেট্রিক টন শাকসব্জি উৎপাদিত হয়েছে। সেই হিসেবে এ বছর জেলায় মোট শাকসব্জি উৎপাদনের পরিমাণ ৩ লক্ষ ৩ হাজার ৬শ ১৫ মেট্রিক টন। জেলার মোট ২৮ লক্ষ ১১ হাজার ১০ জনের জন্য জনপ্রতি প্রতিদিন ২শ গ্রাম হিসেবে মোট চাহিদা ২ লক্ষ ৩ হাজার ১শ ৮৬ মেট্রিক টন।
জেলায় বছরে উদ্বৃত্ত শাকসব্জি উৎপাদনের পরিমাণ হচ্ছে ১ লক্ষ ৪শ ২৯ মেট্রিক টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :