April 17, 2024, 12:30 am

আটোয়ারীতে ইউএনও’র আশ্বাসে ছাত্রীরা ফিরে গেল ক্লাসে

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্রীরা লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ কর্মসুচি পালন করতে থাকে। একপর্যায়ে ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় ৫কি.মি. পায়ে হেঁটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সহকারী মৌলভী শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিচার দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে। মৌলভী শিক্ষকের বরখাস্তাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ছাত্রীরা ক্লাসে না যাওয়ার ঘোষনা দেয়। ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম ১৭মে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এক সপ্তহের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন। ই্উএনও’র আশ^াসে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়। উল্লেখ্য যে, গত ১২ মে ২০২২ তারিখে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী স্বাক্ষরীত সাময়িক বরখাস্তের আদেশ পত্রটি সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল ডাকযোগে হাতে পেয়ে হতবাক হন। বিষয়টি জানাজানি হলে ওই দিন থেকেই ছাত্রী ও অভিভাবকরা ফুঁসে উঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে ৩সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :