April 26, 2024, 2:04 pm

এবার ভারতেও শনাক্ত হলো ওমিক্রন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। ভারতে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্তের ঘটনা এটিই প্রথম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উভয় আক্রান্ত ব্যক্তি কর্ণাটক রাজ্যে শনাক্ত হয়েছেন। তারা দুজনেই পুরুষ এবং বয়স ৬৬ ও ৪৬ বছর।

আক্রান্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত এবং পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ওমিক্রন শনাক্ত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সচেতনতা অবশ্যই জরুরি। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলুন, মানুষের ভীড় এড়িয়ে চলুন।

গোপনীয়তা রক্ষা স্বার্থে আক্রান্ত দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন আগারওয়াল।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন।

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এটি প্রথম শনাক্ত হয়। ইতোমধ্যে ভারতসহ এটি অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :