May 22, 2024, 5:30 am

কখন হবে প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ? যা জানা গেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। এখন খাতাগুলো যাচাই-বাছাইয়ের পালা। এজন্য ফল প্রকাশ করতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সেখানে আগামী সপ্তাহে প্রাথমিকের এ ফলাফল প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরীক্ষার ব্যবস্থাপনায় থাকা বুয়েট সভায় জানিয়েছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। এখন সাবধানতার সাথে খাতাগুলো যাচাই-বাছাই করতে চায় তারা। সেজন্য কিছুটা সময় লাগবে। আর বুয়েটের এমন চাওয়ায় সম্মতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তারাও ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে বলেন, আজ ফলাফলের সার্বিক তথ্য জানতে বুয়েটের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।

তিন বিভাগের (খুলনা, রাজশাহী ও ময়নমনসিংহ বিভাগ) ২২টি জেলা শহরে ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা দিয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :