May 10, 2024, 10:54 am

কোটচাঁদপুরে স্বর্ণের দোকানে চুরি মামলায় দুইজন গ্রেফতার

কোটচাঁদপুর সংবাদদাতা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বর্ণের দোকানে চুরি সহ একাধিক মামলার দুই আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার রাতে পৌর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। পৌর এলাকার বড়বামনদহ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুন (৪০) কে গ্রামের মাঠের একটি আম বাগান থেকে ও ঝিনাইদহ কুড়াপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (৩৮) কে পৌর এলাকার আদর্শ পাড়া থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া সহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে তাদের নামে। তাছাড়া মামুন চুরিসহ দুই টি মামলা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার দুপুরে তাদের কে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে বুধবার রাতে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সের ভবনের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এতে করে ৬ লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধিত হয় দোকান মালিক পলাশ কর্মকারের। এ ঘটনার পরের দিন বৃহস্পতিবার পলাশ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে কোটচাঁপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :