May 2, 2024, 11:50 pm

চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও

চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মোছা. মমতাজ মহল। তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

বুধবার (১৬ আগস্ট) সিনিয়র সহকারী কমিশনার আবু রাসেল স্বাক্ষরিত এক আদেশে তাকে চুয়াডাঙ্গা সদর ইউএনও হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শামীম ভুঁইয়ার পরিবর্তে মমতাজ মহল ইউএনও হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হওয়ায় প্রথমবারের মতো সবকটি উপজেলাতেই নারী ইউএনও পাচ্ছেন জেলাবাসী।

এর আগে দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার তিনজন ইউএনও ছিলেন নারী। সেই সঙ্গে নতুন করে যোগ হচ্ছেন সদরের নারী ইউএনও।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে বদলি হন নারী ইউএনও মমতাজ মহল।

একটি জেলার চার উপজেলাতেই নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালনের বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সচেতন মহল। তাদের মতে, এ থেকে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রযাত্রার রোল মডেল হতে পারে চুয়াডাঙ্গা। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই। নারীরাও এখন রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করছেন।

এদিকে, রাষ্ট্রীয় রীতিনীতি মেনে আদেশপ্রাপ্ত জেলার সবকটি উপজেলার ইউএনওরা তাদের কর্ম ও মায়া-মমতা দিয়ে স্থানীয় জনসাধারণের মন জয় করবেন বলে প্রত্যাশা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :