April 20, 2024, 6:02 pm

চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশ হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় প্রায় অর্ধশতাধিক গাড়ি আটক করে। অদ্য ১১.১০.২০২২ খ্রিঃ তারিখে চুয়াডাঙ্গা দর্শনা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে রেজিস্ট্রেশন বিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন, কোন কাগজপত্র সাথে না থাকা, তিনজন আরোহী, হেলমেট বিহীন চালনা ইত্যাদি অপরাধে তাদের বিভিন্ন পরিমাণে জরিমানাসহ মামলা দেয় ট্রাফিক পুলিশ এবং ৫২টি মোটরসাইকেল আটক করা হয়।

আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা বলেন, ‘অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :