April 24, 2024, 1:24 am

জাবি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ১ হাজার ৮৮৮ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী।

রবিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে “সি” ইউনিটের কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিউটের পরীক্ষার মাধ্যমে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ভর্তি পরীক্ষা ৫টি শিফটে চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘন্টা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান জানান, ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা গ্রহন এবং ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ৪ আগষ্ট পর্যন্ত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :