May 10, 2024, 3:44 pm

ঝিনাইদহের শৈলকুপা হতে পলাতক এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহের শৈলকুপা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-৬

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে আসছে। এছারাও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ জুন ২০২২ ইং তারিখ ০৩:৩০ ঘটিকার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার রিসিভ নং-৮১৪/২২, মামলা নং-না: কো: ৩৯৫/২১ এর ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-১০ এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শৈলকুপা থানার ভাটই বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভাটই বাজার এলাকায় বিশেষ অভিযান করে আসামী- মো: হালিম হোসেন(২৪), পিতা- মো: সাব্দার হোসেন বিশ্বাস, সাং-ত্রিপুরা কান্দি, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :