April 16, 2024, 11:42 am

দর্শনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ : সকাল থেকে রেল বাজার ছিলো জনমানবহীন

মোঃ আব্দুর রহমান অনিক।। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে। আপনাদের জীবনের সুরক্ষার স্বার্থে সকলের লকডাউন মেনে চলা উচিত। আজ রোববার সকাল থেকে দর্শনা রেলবাজারে জনসাধারণকে লকডাউন মেনে চলার আহবান জানান দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান কাজল। এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহাবুব রহমান , এস আই জাকির হোসেন, এস আই মাজাহারুল, এ এস আই মোঃ মারুফ সহ এক ঝাক পুলিশ সদস্যরা।
গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সর্বাত্মক লকডাউন চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা,জীবননগর, দর্শনায় কোঠার অবস্থানে লোকডাউন চলছে। সকাল থেকে দর্শনায় বিভিন্ন স্থানে ঔষধ ও নিত্যপণ্যের দোকানগুলো ছাড়া সব দোকান পাঠ বন্ধ ছিলো।
এসময় পুলিশ সদস্যদের কাছে দর্শনার লকডাউন সম্পর্কে জানতে চাওয়া হইলে তারা দৈনিক পদ্মা সংবাদকে বলেন, সরকারের নির্দেশে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় কঠোর লকডাউন চলছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে ও দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান কাজল স্যারের নেতৃত্বে মানুষকে করোনার মহামারি রক্ষার স্বার্থে লকডাউন মানতে বাধ্য করছি আমরা । যেকোন ভাবেই হােক সরকার ঘােষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
অকারণে লকডাউন ভেঙে বাহিরে আসলে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। এসব ক্ষেত্রে রাস্তায় বেরনোর প্রয়োজনীয়তা প্রমাণ না করতে পারলে বাজেয়াপ্ত হচ্ছে, মোটরসাইকেল,ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি সহ ইত্যাদি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :