April 24, 2024, 8:56 pm

দীর্ঘ ২৭ বছর পর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং জবাই করে হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।
চাঞ্চল্যকর ও আলোচিত গাজীপুরের কালীগঞ্জে বিল্লাল হোসেন’কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং জবাই করে হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ২৭ বছর ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল আজিজ’কে নরসিংদীর শিবপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১

১৬ আগস্ট ২০২২ তারিখ রাত আনুমানিক ০২৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার শিবপুর থানাধীন মৈশাদী এলাকায় র‌্যাব-১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন ঈশ^রপুর বাজারে জনৈক বিল্লাল হোসেন @ বিলু’কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং জবাই করে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দীর্ঘ ২৭ বছর ধরে পলাতক হত্যাকারী আব্দুল আজিজ (৫৫), পিতা- মৃত আলফাজ উদ্দিন মোল্লা’কে নরসিংদী জেলার শিবপুর থানাধীন মৈশাদী গ্রাম হতে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৃত বিল্লাল হোসেন @ বিলু (৩৫), পিতা- মৃত সৈয়দ আলী @ কিতাব আলী, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর এবং ধৃত আসামী মোঃ আব্দুল আজিজ পাশাপাশি গ্রামের বাড়ীর বাসিন্দা। ভিকটিম বিল্লাল হোসেন @ বিলু তৎকালে স্থানীয় খলাপাড়া এলাকায় “ন্যাশনাল জুট মিল” এ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ০৭/১২/১৯৯৫ তারিখ সকাল আনুমানিক ০৮১৫ ঘটিকায় আসামী রুস্তম আলী ভিকটিম বিল্লাল হোসেন @ বিলুকে তার বাড়ি হতে বিলুর বাসার কর্মচারী জাকারিয়া গ্রেফতারকৃত আসামী আব্দুল আজিজের ভগ্নিপতি জনৈক কাদিরের কদু (লাউ) চুরি করেছে এ ব্যাপারে কথা আছে বলে বিল্লাল ও জাকারিয়াকে ঈশ^রপুর বাজারস্থ জনৈক নিজাম উদ্দিন এর ছাপড়া দোকানের উত্তর পাশের্^ ডেকে আনে। ধৃত আসামী আব্দুল আজিজ সহ অন্যান্য আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন @ বিলুকে হত্যা করার উদ্দেশ্যে ধারালো ছুরি, দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে ওৎপেতে ছিল। ভিকটিম বিল্লাল ও জাকারিয়া’র সাথে আসামী কাদির ও তার ভাই ছাদির এর সাথে উক্ত কদু (লাউ) চুরির বিষয় নিয়া কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী ফালান তার হাতে থাকা লোহার তৈরী কুড়াল দিয়ে ভিকটিমের মাথার পেছনে সজোরে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়ে ভিকটিম বিল্লাল @ বিলু প্রাণের ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে ঈশ^রপুর বাজারের দক্ষিণ দিকে জনৈক জোতিন্দ্র বাবুর কফি ক্ষেতের ভিতর দিয়ে সরকারি রাস্তায় উঠলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী আঃ আজিজ, ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, ওসমান, আঃ ছামাদ, হুমায়ুন, রুস্তম আলী, মানিক, ফারুক ও আলম পিছন থেকে ধাওয়া করে ভিকটিম বিল্লাল @ বিলুকে ধরে ফেলে এবং এলোপাতারি কোপাতে থাকে। অতঃপর ভিকটিম বিল্লাল হোসেন @ বিলু রাস্তার দক্ষিণ পাশের্^ জোতিন্দ্র বাবুর জমিতে পড়ে যায়। ঐ সময় ধস্তাধস্তিতে বিলুর পরনে লুঙ্গি, চাদর ও মাফলার উক্ত স্থানে খুলে পড়ে যায়। ভিকটিম বিল্লাল হোসেন @ বিলু কর্দমাক্ত, রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় দৌড়ে প্রাণে বাঁচার জন্য চেষ্টা করে জনৈক ইসলাম ও ছালাম এর জমির মধ্যে পড়ে গেলে আসামী ফালান কুড়াল দিয়ে ভিকটিম বিলুর বুকে উপর্যুপরি কোপাতে থাকে। ঐ সময় ধৃত আসামী আঃ আব্দুল আজিজ তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে ভিকটিম বিল্লাল @ বিলুকে জবাই করে হত্যা করতঃ তার মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করে এবং গাজীপুর সদর হাসপাতালে ভিকটিমের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। অতঃপর ০৭/১২/১৯৯৫ তারিখ ভিকটিমের ভাই মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ঘটনায় জড়িত আসামীসহ ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আঃ আজিজ, ওসমান, আঃ ছামাদ, হুমায়ুন, রুস্তম আলী সহ মোট ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং-০৩, তারিখ- ০৭/১২/১৯৯৫, ধারা- ৩০২/৩৪ এর পেনাল কোড। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামী আব্দুল আজিজ সহ এজাহার নামীয় ১০ (দশ)জনসহ তদন্তে প্রাপ্ত ঘটনায় জড়িত মানিক, ফারুক ও আলম সহ সর্বমোট ১৩ (তের) জন আসামীর বিরুদ্ধে মামলার তদন্তকারী র্কমকর্তা তদন্ত শেষে কালীগঞ্জ থানার অভিযোগপত্র নং-৪৪, তারিখ- ১০/০৫/১৯৯৭, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড দাখিল করেন। মামলার পর থেকে আসামী আব্দুল আজিজ আত্মগোপনে থাকায় থানা পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে চার্জশিটের ভিত্তিতে গাজীপুর জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রথম আদালত, গাজীপুর বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম বিল্লাল হোসেন বিলুকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে বিগত ২৩/০৪/২০১৮ তারিখ চার্জশিটে অভিযুক্ত আসামী আব্দুল আজিজ’সহ সর্বমোট ১৩ (তের)জন আসামীকে মৃত্যুদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত ঘটনার পর হতে আসামী আব্দুল আজিজ দীর্ঘ ২৭ বছর পলাতক ছিলো। মৃত্যুদন্ডপ্রাপ্ত ০৮ জন আসামী বর্তমানে জেল হাজতে আটক আছে এবং ০১ জন আসামী জেল হাজতে মৃত্যুবরণ করে। অপর ০৩ জন আসামী যথাক্রমে ফালান, আলম এবং মানিক পলাতক রয়েছে।
৪। আসামীর জীবন বৃত্তান্তঃ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী ১৯৬৭ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বাহাদুরসাদী এলাকায় জন্মগ্রহণ করে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সে পঞ্চম। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। ঘটনার পূর্ব পর্যন্ত উক্ত আসামী ভিকটিমের ন্যায় কালীগঞ্জের খলাপাড়া এলাকার “ন্যাশনাল জুট মিল” এ শ্রমিক হিসেবে কাজ করত। ব্যক্তিগত জীবনে আসামী বিবাহিত। বর্তমানে ধৃত আসামী আব্দুল আজিজ স্ত্রী সবমেহের @ স্বপ্না ও চার পুত্র সন্তান-কে নিয়ে নরসিংদী জেলার শিবপুর থানাধীন মৈশাদী গ্রামে শ^শুর বাড়ীতে বসবাস করেন। ১৯৯৫ সালে ঘটনার পর থেকে আসামী আর কোনোদিন কালীগঞ্জের নিজ স্থায়ী ঠিকানায় যায়নি।

আত্মগোপনে থাকাকালীন সময় আসামীর জীবনযাপনঃ আসামীর বিরুদ্ধে হত্যা মামলা রুজু হওয়ায় এবং ঐ মামলায় সে মৃত্যুদন্ডপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে সে নিজেকে আত্মগোপন করে। পরিচিত লোকজন থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য ঘটনার পর (১৯৯৫ সালে) থেকে দীর্ঘ ২৭ বছর ধরে আসামী আব্দুল আজিজ (৫৫) এনআইডিতে নিজের ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে নরসিংদী জেলার শিবপুর থানাধীন মৈশাদী গ্রামে তার শ^শুর বাড়ীতে বসবাস শুরু করে। আত্মগোপনে থাকা অবস্থায় আসামী নিজের পরিচয় গোপন করার জন্য পেশা পরিবর্তন করে কাঁচা তরকারির ব্যবসা করে আসছিল।

নতুন ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরীঃ ধৃত আসামী আব্দুল আজিজ নিজের পরিচয় গোপন করার জন্য আব্দুল আজিজ মোল্লা নাম ধারন করে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে মৈশাদী, শিবপুর, নরসিংদী এই ঠিকানায় এনআইডি তৈরি করে বসবাস করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট ২০২২ খ্রি. তারিখ র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল আজিজ (৫৫) নরসিংদী জেলার শিবপুর থানাধীন সাধার চর ইউনিয়নের মৈশাদী গ্রাম এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল আজিজ (৫৫), পিতা- মৃত আলফাজ উদ্দিন মোল্লা, থানা- কালীগঞ্জ, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :