May 21, 2024, 5:43 pm

নড়াইল থেকে মেছো বাঘ উদ্ধার

নড়াইল সদর উপজেলার নুনক্ষীর থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে প্রাণীটি উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা। এসময় তাদের কাজে সহযোগিতা করেন নড়াইল বন বিভাগের কর্মীরা।
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণীটি সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত। প্রাণীটি বর্তমানে আমাদের পুনর্বাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
মোহাম্মদ শাহিন আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণীকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :