May 18, 2024, 10:38 am

বোরখা পরেই পুজোর কেনাকাটা! ভিড়ে ঠাসা বাজারে হাজির অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক।। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। সবাই ব্যস্ত পুজোর শপিংয়ে। বাকি নেই সেলেবরাও। এবার পুজোর শপিংয়ের গল্প শোনালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরখা পরাও শুরু করেছিলেন। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশও করেছিলেন কিন্তু বিচ্ছেদের পরে আবারও হিন্দু ধর্মই পালন করছেন।
সম্প্রতি পুজোর শপিং প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এবার পুজো ঢাকাতেই থাকব। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরও দশদিন পর নিজেকে নিয়ে ভাবব। পুজো একটা ট্র্যাডিশনাল বিষয়। ওই ট্র্যাডিশনাল লুকটা আমি আসলে বার বারই আনতে চাই। পুজোর ওই ট্র্যাডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশ্যুটের ক্ষেত্রে হয়। এবার যেটা ইচ্ছে আছে সেটা হলো-গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনও ডিজাইন করা যায় সেটা পুজোয় পরার ইচ্ছা আছে। পুজোয় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরখা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

শপিংয়ে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পুজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনও অকেশনে তারা এই ডিসকাউন্ট দিয়ে থাকেন।’

প্রসঙ্গত, গত বছর কলকাতায় পুজো কাটিয়েছিলেন অপু বিশ্বাস। একটি পুজো কমিটির মুখ হয়েছিলেন অপু। ঈদে সবশেষে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি। সম্প্রতি কলকাতায় আয়োজিত বাংলাদেশ ফিল্ম ফেস্টিভালে সেই ছবি প্রদর্শিত হয়। সেই সময় কলকাতায় এসেছিলেন অপু। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর আগামী ছবি ‘ছায়াবৃক্ষ’।

তথ্য ও সূত্র :জি ২৪ ঘণ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :