May 18, 2024, 2:25 pm

রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাউবি সমাজ বিজ্ঞান বিভাগের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান অনিক।।

সূবর্ণ স্মৃতির এ মধুর আনন্দে, এসো মিলি মোরা বন্ধুত্বের প্রিয় এই প্রাঙ্গনে” এই শ্লোগানকে ধারণ করে রাজশাহীর পদ্মার পাড়ে সীমান্ত নোঙর বাতায়ন রিসোর্টে আজ ২২ সেপ্টম্বর শুক্রবার দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হয়েছে বাউবি এমএ/ এমএমএস প্রোগ্রামের  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমাজ বিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের মিলন মেলা ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সমাজ বিজ্ঞান বিভাগের এমএ/ এমএমএস প্রোগ্রামের  প্রোগ্রাম অফিসার মোছাঃ আকলিমা খাতুন।তিনি বলেন, আমার  বাউবিতে  চাকরী জীবনে  এই রকম  আয়োজন  প্রথম অংশগ্রহন করলাম।

বাউবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমাজ বিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আসাদুল হক, মোঃ আব্দুর রশিদ, মোঃ গোলাম মোস্তফা রনি, বিপ্লব, আনোয়ার হোসেন,রিয়াদ,মতিয়ার,সুজন,ফয়জুল্লাহ,আইরিন পারভীন, সাম্মি খাতুন, নাসরিন, হাসনাহেনা,রোকসানা, ওসমান গনি,আমিনুল,মাহফুজুর রহমান মোহন, সালাম, হোসেন, রাকিব, মাইনুল হক,সাবিনা প্রমুখ।

অনুষ্ঠানের শেষে, পবিত্র কুরআন ও হাদিসের কিছু কথা, হামদ-নাত,স্বরচিত কবিতা আবৃতি , লটারি ড্র-এর মাধ্যমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :