April 19, 2024, 11:30 pm

সাবেক জেলা পরিষদের সদস্য ৫০ বোতল ফেনসিডিলসহ আটক

ফেনসিডিল কেনাবেচার সময় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ইকবাল হোসেনসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। ইকবাল দরাজহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটক ইকবাল হোসেন বাঘারপাড়া উপজেলার পারকুল ছাতিয়ানতলা গ্রামের মৃত আকবর আলী মোল্লার ছেলে ও নিয়াজ মোর্শেদ ফিরোজ সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদে তারা জানতে পারে আটক নিয়াজ মোর্শেদ ফিরোজ ৫০ বোতল ফেনসিডিল বিক্রির জন্য সদর উপজেলার নতুন খয়েরতলায় ঢাকা মেট্রো-চ-১৫-৫৫৯৮ নম্বরের একটি মাইক্রোবাসে অবস্থান করছেন। ওই ফেনসিডিল কেনার জন্য হর্টিকালচার সেন্টারের সামনে অপেক্ষা করছেন আসামি ইকবাল হোসেন। ডিবি পুলিশের একটি টিম সেখানে গেলে ফিরোজ ও ইকবাল হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে দু’জনকেই আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। একইসাথে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :