April 24, 2024, 9:04 am

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

মো. ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‌্যালী, আলোচনা সভা,পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্ত¡র হতে ব্যানার, ফেস্টুন ও ব্যান্ডপার্টি নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡রে ফিরে আসে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡র পুকুর ও থানা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার(অ:দা:) মোঃ আব্দুল্লাহ আল ইমরান। প্রতিপাদ্য বিষয় ও জাতীয় মৎস্য সপ্তাহের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, মেডিকেল অফিসার ডা. মোঃ শামসুল হুদা, এসআই দিপেন্দ্র নাথ সিংহ ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সফল মৎস্য চাষী এমদাদুল হক। নিজের অনুভুতি ব্যাক্ত করে আরো বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী রুহুল আমিন, মেহের আলী প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে অসামান্য অবদান রাখায় উপজেলার তিনজন মৎস্য চাষীকে পুরস্কার হিসেবে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :