May 19, 2024, 4:25 am

আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন


পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মানব কল্যাণ পরিষদের উপজেলা প্রসপেক্ট প্রকল্প অফিসের সভা কক্ষে মিডিয়া ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় মিডিয়া ক্যাম্পেইন এর অভিজ্ঞতা বিনিময় সভায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র প্রজেক্ট ম্যানেজার সাদেকুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ রহমত আলীর সঞ্চালনায় এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা সমুহ ভিডিও চিত্র প্রদর্শের মাধ্যমে উপস্থাপন করেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, সদস্য সেলিম মোর্শেদ মানিক, হাবিবুল হক মুক্তা, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, সদস্য নজরুল ইসলাম দুলাল প্রমুখ। সভায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ অংশ নেন। আটোয়ারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন সমুহ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে বক্তাগণ বলেন যে, করোনা এখনো শেষ হয়নি। যে কোন সময়ে ভিন্নরুপে এটির প্রকটতা বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিমুলক এ রকম কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :