April 25, 2024, 8:43 pm

আটোয়ারীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে “ শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম( ৫ম পর্যায়) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস পঞ্চগড়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার( ৩১ অক্টোবর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রেখে ওরিয়েন্টেশন কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন সহ শিশু ও নারী উন্নয়নে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের করণীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এইচ.এম. শাহজাহান মিয়া। ওরিয়েন্টেশন কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, জেলা পরিষদের মহিলা সদস্য লুৎফা বেগম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব রমজান আলী, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রিয় দূর্গা মন্দিরের পুরোহিত পরিমল চট্রপাধ্যায়, আটোয়ারী মডেল পাইলচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ প্রমুখ। কর্মশালায়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মহিলা সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :