May 2, 2024, 11:48 pm

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির  প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি বিতরণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগান নিয়ে সম্প্রতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির পথচলা শুরু হয়েছে। শাতাধীক ছাত্র-ছাত্রী প্রশিক্ষনার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  ফুটবল প্রশিক্ষনার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে  নতুন জার্সি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাছুম বিল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী, খেলা পরিচালক তারেক হোসেন চৌধুরী(মুক্তা),খেলার সহকারী কোচ, সহকারী শিক্ষক অপু প্রমুখ। নতুন জার্সি পেয়ে প্রশিক্ষনার্থীরা আনন্দ প্রকাশ করেছে। প্রধান অতিথি বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। কেবল মাত্র খেলাধুলাই পারে মাদক মুক্ত সমাজ গড়তে। যে ফুটবল একাডেমি চালু করা হয়েছে তা প্রশংসনীয়। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। এসব খেলোয়ারদের পাশে থেকে কিছু করতে পারলে এবং তাদের উৎসাহ দিতে পারলে এটাই একমাত্র পাওয়া। জয় হোক খেলোয়ারদের। যারা মাদকের হাত থেকে বাঁচতে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় মেতে আছেন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ-সম্পীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আলোচনা ও জার্সি বিতরণের পর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের সুবিধার্থে ছেলে-মেয়েদের জন্য পৃথক পৃথক ভাবে ওয়াস রুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :