May 5, 2024, 5:36 am

আটোয়ারী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বসবাসরত জনসাধারণের চিকিৎসা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহাফুজুল হক পদাতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গিরাগাঁও কোম্পানী এলাকার ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় ঠাকুরগাও সেক্টর সদর দপ্তর এর অধীনস্থ পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধীনে গিরাগাঁও কোম্পানী এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং  প্রতি মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় এরুপ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা কার্যক্রম চলমান থাকবে। এসময় পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু সালেহ মোঃ তৌফিকুর রহমান, সহকারি পরিচালক মোঃ হাসানুর রহমান, গিরাগাওঁ বিওপি কমান্ডার সুবেদার মোঃ ওবায়দুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাব ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , বিজিবি সদস্যগণসহ চিকিৎসা নিতে আসা সাধারণ জনগন উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাফাত-বিন-শাহ মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে বিজিবি সদস্যরা ৫শতাধিক গরীব, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :