April 19, 2024, 7:24 am

আমাদের মিলিত সংগ্রাম : মৌলানা ভাসানীর নাম আবদুল গাফফার চৌধুরী

শহরে বন্দরে গ্রামে ঘরে
হৃদয় নগরে
মুখের ভাষায় শুনি, বুকের সাড়ায় শুনি, চোখের তারায় দেখি নাম
মৌলানা ভাসানীর নাম।

পাঁচ কোটি মানুষের প্রাণের কালাম-
কন্ঠে শুনি তার। হতবাক সবিস্ময়ে দেখি
জীবনে জীবনে এ কী
মিলিত প্রাণের গতি; কলকন্ঠে আকাশ মুখর
বজ্রে আর ঝড়ে শুনি স্বচ্ছ স্বর
মুখের ভাষায় শুনি নাম।
মৌলানা ভাসানীর নাম।।

এই নাম শুনে যেন আশা পাই বুকে
দুঃখে সুখে
ঝড়ে ভগ্নধ্বজা দেখে শিবিরের বলি নিজ হৃদয়কে ডেকে-
“উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই, তার ক্ষয় নাই।”
এ তিমিরের রাত্রি হলে শেষ
যে নতুন প্রাণের উন্মেষ
আজ তারই রক্তঋণে, হতাশার সংক্রমণে ভীত-
অগণিত
মানুষের মুখে দেখি, বুকে দেখি, চোখে দেখি তারার জ্যোতির-
মৃদু রেখা। এক ডাকে দৃঢ় সংহতির-
উত্তরণ আশা যেন শুভ্র পাখা নতুন বলাকা
এ মিছিলে আসেনি যে, তারও চোখে সংগ্রামের অগ্নিরেণু মাখা।

কত না দুঃখের পথে এই দুঃস্থ দেশের জনতা
পেয়েছে আপন নেতা
সুবচনি রথ নয় তার, নয় মিথ্যা অভিনয়ে মানুষের সাথে ব্যভিচার
তাঁর যৌবনে শিখা
কারাগারে, হাটে, মাঠে রেখেছে প্রাণের লিখা
নক্ষত্র সঙ্ঘের মত মূঢ়, মূক মানুষের জামাতে জামাতে
দিনে রাতে
বজ্রের আওয়াজ কেড়ে গেড়েছেন নতুন কালাম
মানুষ শুনেছে সেই নাম।
মৌলানা ভাসানীর নাম।

দেখেছি রাত্রির কালো পাখা
(দেখেছি পিশাচ সিদ্ধ ঈগলের থাবা)
দেখেছি শ্যামল নীল আকাশের রক্তপটে আঁকা-
দুঃশাসন,
সময়ের সঙ্কেত হরণ।
হাত তার ঘোরে দেশময়
সে হাতের তীক্ষ ছোরা সারা প্রাণময়।
কলম, লেখনি বন্ধ, গান স্তব্ধ, নাস্তি নাস্তি হৃদয় কন্দরে
মুক্তির ফসল কেটে কে যেন তা কারাগারে ভরে।
সাহিত্য কলঙ্কবতী, শিল্প দুঃস্থ, মানুষের দাস
নতুন ভয়ের মেঘে কালো হলো এমন বাংলার নীলাকাশ,
পলাতক স্তাবকেরা এবার শিল্পের ছদ্মবেশে
সাহিত্যের ছদ্মবেশে
বাজারে জমাট
দুদিনের খেলার আসরে, তারা আজ শিল্পের সম্রাট।
তখন ক্রন্দন শুনি, হৃদয়ের শিল্পী ওঠে কেঁদে
মাঝে মাঝে ক্ষোভে, রোষে সে কলম হাতে তোলে
হৃদয়কে তবু রাখি বেঁধে।
হতাশায় মর্মরিত হওয়ার নিঃশ্বাসে
অথবা আকাশে
পাঁচ কোটি মানুষের রুদ্ধরোষ দেখি ভেসে
আমার হৃদয়ে এসে মেশে।
বলি নিজ হৃদয়কে ডেকে-
“বীরের এ রক্ত ¯স্রোত, মাতার এ অশ্রুধারা
এর যত মূল্য সে কি ধরার ধূলায় হবে হারা?
স্বর্গ কি হবে না কেনা
বিশ্বের ভান্ডারি শুধিবে না এত ঋণ
রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন?”
তখন হৃদয়ে পাই ভাষা,
দেখি তিনি মানুষের সকলের এমন কি আমাদেরো আশা।
নক্ষত্র সঙ্ঘের মত মানুষের জামাতে জামাতে
দেখি তিনি রাখি হাতে।
আমাদের মিলিত সংগ্রাম
মৌলানা ভাসানীর নাম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :