April 20, 2024, 9:23 pm

আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ পরিদর্শক হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানকে ফিরিয়ে আনতে তারা ইতোমধ্যে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও এলাকায় আজ এক অনুষ্ঠানে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আরাভ খানকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।’
অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি শুনেছি মাহিয়া মাহি ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন, যার জন্য মামলা হয়েছে। আমি বিষয়টি সম্পর্কে সবকিছু জানি না, আমি এটি শুনেছি। বিষয়টি জানার পর বলতে পারব।’
পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :