May 3, 2024, 8:17 pm

ঈদে ভাতিজাদের সালামি দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজাদের ঈদের সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী তাইজুল ইসলাম (৩২) জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ে হাতীবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ে হাতীবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে ঈদের সালামি দেন। এ সময় তার স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা করে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাশেদা দা দিয়ে তার স্বামীকে কোপ দেন। তাতে তাইজুল পিঠে আঘাত পান।

স্থানীয় লোকজন তাইজুলকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার সেখান থেকে চিকিৎসকেরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে তাইজুল ইসলামের ভাই নুর ইসলাম বলেন, ‘ঈদের দিন সকালে ভাতিজাদের ইদ সালামি ১০ টাকা করে দিতে বলেন আমার ভাইয়ের স্ত্রী রাশেদা। কিন্তু ভাই তাদের ২০ টাকা দিয়েছিলেন। এ ঘটনায় প্রথমে দুজনের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে দা দিয়ে আমার ভাইকে কোপ দেন রামেশা। বর্তমানে আমার ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।’

তবে এ অভিযোগ অস্বীকার করে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে দা নিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি বাধা দিই। তখন তার পিঠে দায়ের আঘাত লাগে।’

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায় বলেন, ‘ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :