May 1, 2024, 8:15 pm

উত্তেজনা কমাতে রাজি পাকিস্তান ও ইরান

পাকিস্তান ও ইরান উত্তেজনা কমাতে রাজি হয়েছে।
চলতি সপ্তাহে দু’দেশ একে অন্যের ভৌগলিক সীমানায় বিমান হামলা চালানো ও হতাহতের ঘটনার পর শুক্রবার উভয়দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এরআগে মঙ্গলবার রাতে ইরান পাকিস্তানে বিমান হামলা চালায়। ইরান পাকিস্তানের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। দেশটি ইরানে রাষ্ট্রদূতকে তলব এবং বর্তমানে তেহরানে থাকা ওই রাষ্ট্রদূতের ফেরা নিষিদ্ধ করে।
এছাড়া পাকিস্তানও বৃহস্পতিবার ইরানে পাল্টা হামলা চালালে উত্তেজনা তীব্র রূপ নেয়। যদিও ইসরাইল ও হামাস যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে রয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। চীন উভয়দেশের মধ্যে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে।
কিন্তু টেলিফোনে কথা বলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবুদল্লাহিন সন্ত্রাস দমনে নিবিড় সমন্বয় ও পারষ্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়ে শক্তিশালী অবস্থান নেয়ার বিষয়ে একমত হন।
ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত উভয়ের কথোপকথন থেকে জানা গেছে, এ দু’জন পরিস্থিতি শান্ত করার বিষয়েও একমত হয়েছেন।
উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় দ’ুপক্ষে মোট ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :