May 17, 2024, 10:42 am

একদিনে চারগুণ বেড়ে রেকর্ড ডেঙ্গু রোগী হাসাপাতালে

অনলাইন ডেস্ক।

২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে চারগুণেরও বেশি। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ রোগীর রেকর্ড সৃষ্টি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে শুক্রবার সকাল ৮ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন। আর এ সময়ে মারা গেছেন আরও ২ জন, বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।

এর আগে চলতি বছরে একদিনে কখনোই এত রোগী হাসপাতালে ভর্তি হননি। একদিনের ব্যবধানে রোগী বেড়ে গেছে চারগুণের বেশি।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮২ জন। মৃত্যু হয়েছিল ১ জনের।

শুক্রবার থেকে শনিবার পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮২০ জনের মধ্যে ঢাকাতে ৬০৩ জন এবং ২১৭ জন ঢাকার বাইরে।

নতুন রোগীদের মাধ্যমে এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১১৮ জনে।

বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৫ হাজার ২ জন রোগী। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৭৩ জন।
অন্যান্য যেকোনো বছরের তুলনায় এবার ঢাকাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়েছে। মূলত এডিস মশার বিস্তারের কারণেই ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :