April 26, 2024, 1:13 pm

একদিন পাখি হবো!

রাশিদা-য়ে আশরার।

হারিয়ে যেতে ইচ্ছা করে কোন এক প্রান্তে
হয়তো যাবো- যেখানে বিশালতা আছে;
এই পৃথিবী থেকেও বড়, কোন শূন্যে মহাশূন্যে!
নক্ষত্রের মাঝে হারিয়ে যাবো তারা পুঞ্জ হয়ে।
মনের সমস্ত কালিমা মুছে একটা তৃপ্তির নিঃশ্বাস
নেব বড় করে!
হৃদয়ের জ্বালাটা হয়তো কমবে-সারাজীবনের
যতো কষ্ট ও বেদনা-থাকবো এই আশাতেই;
কারণ কোন বন্ধন মানায় না মুক্তমনের মানুষদের কাছে-
বলাকা মন চায় শুধু বলাকার মতো উড়তে…
কখনো প্রজাপতি, বুনোহাঁস অথবা পান কৌড়িদের সাথে,
শামুক, ঝিনুক হয়ে সাগরের তলদেশে, শঙ্খচিল, শালিক হয়ে দিগ্বিদিক।
হারিয়ে যেতে চায় মন কোনো অভয়ারণ্যে;
একদিন পাখি হবো…
ঐ আকাশটা আমাদের নৈঃসর্গের সাথী হবে!
গড়ে তুলবো অন্য এক পৃথিবী ভাবনার রাজ্যে
উন্মুক্ত প্রকৃতি, নির্জনতা সবুজে ঘেরা বনানী
ফুল, পাখি ও নদী একাকিত্বের সাথী হবে;
লেখকের এই মনের বিশালতায় তাকে ভাবুক করে তোলে-ভাবাতুলতায় ম্রিয়মাণ করে তোলে; সৃজনশীলতার বলয়ে বেঁধে রাখে- বাঁচিয়ে রাখে,
একদিন পাখি হবো-ঐ আকাশটা আমাদের নৈঃসর্গের সাথে হবে!
২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :