May 6, 2024, 12:09 am

ঢাকা-খুলনা সুন্দরবন এক্সপ্রেসের ভাড়া বাড়ছে ১২৫ ও ২৪১ টাকা

ঢাকা-খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া বেড়েছে। ট্রেনটির শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫০০ ও ৯৫৫ টাকা থেকে বেড়ে হবে ৬২৫ ও ১১৯৬ টাকা। সিট প্রতি ভাড়া বেড়েছে ১২৫ ও ২৪১ টাকা। আগামী ৪ মে থেকে এ ভাড়া কার্যকর হবে।
শুধু সুন্দরবন এক্সপ্রেসই নয়, আগামী ৪ মে থেকে সব রুটের ট্রেনে ভাড়া বাড়ছে। সহজ-সিনেসিস-ভিনসেন জেভি ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন তালিকা অনুযায়ী আগামী ৪ মে থেকে ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৪৮০ ও ৯২০ টাকা থেকে বেড়ে হবে যথাক্রমে ৬০০ ও ১১৫০ টাকা। এছাড়া শোভন চেয়ার ও এসি চেয়ার বাদে সব আন্তঃনগর ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে এসি সিট ও বার্থ এবং প্রথম শ্রেণির সিট ও বার্থ আসনের ভাড়াও আনুপাতিক হারে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :