April 25, 2024, 10:25 am

চুয়াডাঙ্গায় বহুমুখী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি কম্পিউটার ও ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।। চুয়াডাঙ্গায় বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজ কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে ফ্রি কম্পিউটার এ্যাপ্লিকেশন এবং ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা একাডেমি মোড় সংলগ্ন সারা ভবনের নিচ তলায় সংস্থার কার্যালয়ে কম্পিউটার এ্যাপ্লিকেশন কোর্সের শুভ উদ্বোধন করেন সমাজসেবার উপপরিচালক সিদ্দীকা সোহেলী রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবার সহকারি পরিচালক আবু তালেব, চুয়াডাঙ্গা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম পলাশ, সংস্হার নির্বাহী পরিচালক ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, সংস্হার অফিস সম্বনয়কারী মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। অপরদিকে উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বহুমুখী মানবকল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল ও সমাজসেবার অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে। তার উদাহরণ এ ফ্রি প্রশিক্ষণ। দেশের মানুষকে কর্মক্ষম হিসাবে গড়ে তুলতে তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ট্রেডে ফ্রি প্রশিক্ষনের ব্যবস্হা করেছেন। তোমরা আজ ভাগ্যবান, সম্পুর্ণ বিনা খরচে প্রশিক্ষন নিতে পারছো।

জানা গেছে, ১৮-৪০ বছর বয়সী ৮ম শ্রেনী পাস দুস্হ, বিধবা, হতদরিদ্র জনগোষ্ঠীকে এ প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। আগ্রহীরা সত্যায়িত ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন ও ৮ ম শ্রেনী পাস সার্টিফিকেটের ফটোকপিসহ অফিসে যোগাযোগের জন্য বলা হয়েছে।

প্রতিটি ব্যাচে ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ল্যাবরুমে প্রতিজনের জন্য রয়েছে একটি করে কম্পিউটার। প্রশিক্ষনের মেয়াদ ধরা হয়েছে দেড় মাস। উদ্বোধনী দিনে প্রশিক্ষনার্থীদের বিনামূল্যে দেয়া হয়েছে একটি ব্যাগ, বই, প্যাড ও কলম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :