May 19, 2024, 5:01 am

দর্শনায় রেল ক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় অরক্ষিত রেললাইন পারাপারের সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগে আসাদুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ শে ফেব্রুয়ারি রবিবার বিকালে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন। রবিবার রাতেই ফরিদপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃতঃ গোলাম আলির ছেলে আসাদুল হক ঐদিন বিকেলে মাঠের কৃষি কাজ শেষে বাড়ি ফেরার সময় জয়নগর-শ্যামপুর অরক্ষিত ২ নম্বর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দর্শনা রেলবন্দর থেকে ছেড়ে আসা ভারতগামি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাথে সাইকেল সহ বেঁধে যায়। ইঞ্জিনের সাথে টেনে হেচরে বেশ কিছুদূর গিয়ে ছিটকে পড়ে ওই বৃদ্ধ। এলাকাবাসির সহযোগিতায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর হাসপাতালে নেয়ারপর ঐদিন রাত ১১ টারদিকে সে মারা যায় এবং আজ সোমবার সকালে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়।

দর্শনা রেলওয়ে পুলিশ ইনেসপেক্টর এম জাকারিয়া জানান ঘটনার পরপরই দেখতে আহতের বাড়িতে গিয়েছিলাম।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান ঘটনাটি শুনেছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :