April 26, 2024, 1:38 pm

দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

অনলাইন ডেস্ক।
অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।আজকের দিনে কোনও সুখবর আসতে চলেছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। আপনার ঘনিষ্ঠ কেউ সমস্যায় পড়তে পারে।

লাকি সাইন– একটি ঘুড়ি

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।

অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই। কারণ সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা না-ও থাকতে পারে।লাকি সাইন– একটি বায়ুকল

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।কোনও কাজ শেষ করার পর ক্লান্তবোধ করতে পারেন। জীবনের আগাম পরিকল্পনা এবং আয়ের নয়া উৎস খুঁজে বার করার জন্য যথেষ্ট সময় ও স্পেস প্রয়োজন।লাকি সাইন– একটি রৌপ্য তার

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।নির্ধারিত সময়সীমা মেনে কাজ করতে হবে। গৃহ পরিচারিকা দৈনন্দিন রুটিনে বাধা তৈরি করতে পারেন।লাকি সাইন- রুপোর বাসনকোসন

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।কোনও বিষয় অতিরিক্ত বিশ্লেষণ করলে ভালো ফল না-ও আসতে পারে। আজ প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হতে পারেন, তাই ব্যাক-আপ রাখতে হবে।লাকি সাইন- একটি কাঠের লাঠি

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।চ্যালেঞ্জ সামনে এলে হঠাৎ করেই কোনও সাপোর্ট সিস্টেম পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কারওর সঙ্গে দেখা হলে ভালো ফল আসতে পারে।লাকি সাইন- একটি মাটির ঘড়া

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।কোনও প্রণয়ী আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কোনও গেট টুগেদারে দারুণ মজাদার আলাপচারিতায় মজে যাবেন।লাকি সাইন- একটি সোনার জালি

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।ক্ষমতাসীন পদে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কারওর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই ভালো।লাকি সাইন– একটি স্টোরেজ ট্রাঙ্ক

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।কোনও কাজ দেওয়া হলে তা সময়ের অভাবে স্থগিত হয়ে যেতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি রাখা ভালো।লাকি সাইন– একটি বাবল র‍্যাপ

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।যে কোনও সফর জীবনে ও মনে শান্তি এনে দেবে। এই সপ্তাহে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।লাকি সাইন– একটি কাগজের কাপ

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।নিজের কাজের জন্য নতুন কারও থেকে প্রশংসা পেতে পারেন।লাকি সাইন– পিচ রঙা গোলাপ ফুল

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।জীবনের পরবর্তী অধ্যায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে। শারীরিক কোনও সমস্যার জেরে বিভ্রান্তি তৈরি হতে পারে।লাকি সাইন- একটি হলুদ কাপড়

পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:

পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।

বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।

শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।

একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :