ঢাকাবুধবার , ১০ নভেম্বর ২০২১
  1. অন্যান
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আবহাওয়া
  6. আর্ন্তজাতিক
  7. আহত
  8. কৃষি ও প্রকৃতি
  9. কৌতুক
  10. ক্যাম্পাস
  11. খেলা
  12. খেলাধুলা
  13. চাকরির খবর
  14. জাতীয়
  15. ধর্ম

দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় ভয়াবহ ভোগান্তির চরমে!

Padma Sangbad
নভেম্বর ১০, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক।
ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ ভোগান্তি সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝে সৃষ্টি হচ্ছে যানজট। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির নাগাল পেতে যানাবহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে তিনদিন পর্যন্ত।

আরও পড়ুন

➡️ভারতীয় মহিলা‌ ফুটবল দলের জন্য সুখবর, ব্রাজিল-চিলির সঙ্গে খেলবেন বালা দেবীরা

➡️একঘরে হয়ে যাওয়া পাকিস্তানের ক্রিকেট মাঠের বাইরেও জমি শক্ত করছে এ বার

অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাস বাস ও ব্যক্তিগত প্রাইভেটকার পার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ। যানবাহনের চাপে যাত্রীবাহী বাসকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অনেক যাত্রী বাস থেকে নেমে লঞ্চে ফেরি পার হয়ে চলে যাচ্ছে। এতে করে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ফেরিঘাটে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও ফেরি বাড়ানো হয়নি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।
দৌলতদিয়া ফেরিঘাটে আজ বুধবার সকালে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিনশ’ যানবাহন। এই মহাসড়ক সচল রাখার জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছে পাঁচশ’ যানবাহন।

যানবাহন চালকেরা জানান, বর্তমানে তিনদিন পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটে আটকে থাকতে হচ্ছে।

খোলা আকাশের নিচে সারারাত থাকতে হচ্ছে। অর্থ ও সময় অপচয় হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ফেরি বাড়ানোর দাবি তাদের।
রাজবাড়ীর ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল বলেন, ফেরি বৃদ্ধি না করা গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

দৌলতদিয়া ফেরিঘাটে কর্মরত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।