April 20, 2024, 9:24 pm

নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার হাত-পা ভেঙ্গে দিল বখাটে, আটক ২

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলার সেনবাগে গ্রামীন সড়ক দিয়ে ইটভাটার মাটি নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলে বাধা দেয়ায় ফয়সাল আহম্মেদ নামের এক ব্যাংক কর্মকর্তার হাত-পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় বখাটে যুবক কামাল উদ্দিন।ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহম্মেদ ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ক্যাশ ইনচার্জ ও স্থানীয় বাবুপুর শ্রীপুর গ্রামের ডাঃ আবদুর রাজ্জাক প্রকাশ কালু ডাক্তারের ছেলে।বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।আটককৃতরা হলো, একই এলাকার নাদু মিয়ার ছেলে  আবদুল মতিন মেম্বার ও  হারুর রশিদের ছেলে চৌধুরী। এর আগে উক্ত ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তার পিতা ডাঃ আবদুর রাজ্জাক বাদী হয়ে সেনবাগ থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সূত্রে জানা গেছে, দীর্ঘ দিনে থেকে উপজেলার হারিনকাটা- বাবুপুরশ্রীপুর সড়ক দিয়ে পার্শ্ববর্তী জিয়া ব্রিক্সের মাটি বহন করছে আসছে। এতে করে নতুন কার্পেটিং করা রাস্তার সমস্যার কথা ভেবে ঐ ব্যাংক কর্মকর্তা রাস্তার মধ্যখানে খুঁটি পুতে রাখে। যাতে করে ভারী যান চলাচল করতে না পারে। এতে করে পার্শ্ববর্তী বাড়ীর আবদুর রবের ছেলে কামাল উদ্দিন ক্ষিপ্র হয়ে মাটি খোড়ার যন্ত্র (লোহার খন্তা) দিয়ে ব্যাংক কর্মকর্তাকে এলোপাতাড়ী মারধর করলে ব্যাংক কর্মকর্তার একটি পা ও হাতে কবজি ভেঙ্গে যায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :