April 25, 2024, 12:41 am

প্রতিপক্ষের হামলায় মাগুরায় পলিটেকনিক ছাত্র শহিদুল ইসলাম নিহত

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী গ্রামে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। অন্যদিকে এ ঘটনার জের ধরে স্থানীয় গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ ৩ জন। নিহত শহীদুল ইসলাম গাংনী গ্রামের বাদশা মোল্লার ছেলে। সে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকাটনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ গ্রামবাসীকে আটক করেছে।
নিহত শহিদুল ইসলামের ভাই আব্দুল কাদেরসহ স্বজনদের অভিযোগ, মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী ও পাটখালী পাশাপাশি দুটি গ্রাম। এলাকার আধিপত্য নিয়ে কুচিয়ামোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য স্থানীয় সামাজিক দলের নেতা আব্দুর রহমান এবং কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মন্টুর ছেলে স্থানীয় সামাজিক দলের অপর নেতা বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৫ দিন আগে ভিলেজ পলিটিক্স নামে একটি সংগঠনের ব্যানারে গাবতলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান নিয়ে স্থানীয়ভাবে বিভক্ত দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। চলমান এই বিরোধের জের ধরে কয়েকদিন ধরে উভয় পক্ষে উত্তেজনা চলছিল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আব্দুর রহমান সমর্থক শহিদুল ইসলাম ও মানিক মোল্লা স্থানীয় বাজার থকে বাড়ি ফেরার পথে পাটখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছলে বিপ্লব হোসেন সমর্থক গাংনী গ্রামের আমিরুল ইসলামের ছেলে আম্মানসহ একটি গ্রুপ ধারোলো অস্ত্র দিয়ে তাদের দু’জনকে কুপিয়ে জখম করে। এ সময় ঘটনা স্থলেই শহীদুল ইসলামের মৃত্যু হয়। আহত মানিক মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাগুরা সদর থানা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্রামবাসীর সংঘর্ষের মধ্যে পড়ে রকিবুল ও মাছুম বিল্লাহ দুই পুলিশ সদস্য আহত হন । সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জব্বারুল ইসলাম জানান, পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েনসহ টহল অব্যাহত রয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :