April 18, 2024, 12:56 pm

বাজার নিয়ন্ত্রণে যশোর পৌরসভার সভা

রমজানের পবিত্রতা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভা সভাকক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১০ রমজান হতে বিভিন্ন মার্কেটে মোটরসাইকেল ও রিকশা চলাচল বন্ধ করে দেয়া হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অতি মুনাফাখোরদের বিরুদ্ধে। সভাপতির বক্তৃতায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, রমজানে কোনো ব্যবসায়ী যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে লক্ষ্যে বাজার মনিটরিং করা হবে। সভায় আরও বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী প্রকৌশলী কামাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, ব্যবসায়ী বিকাশ চন্দ্র ঘোষ ও মীর শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :