May 20, 2024, 10:35 pm

বাড়বে উত্তুরে হাওয়ার দাপট, অনেকটা কমবে রাতের তাপমাত্রা! জমিয়ে শীতের আমেজ

অনলাইন ডেস্ক।
সপ্তাহান্তে শীতের আমেজ। আগামী তিন-চার দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অন্যত্রও একই ভাবে রাতের তাপমাত্রা কমবে, তবে বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও বাড়বে। পূবালী হাওয়া সরে উত্তুরে হাওয়া বইবে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।

কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী কয়েকদিন বাড়বে দিনের তাপমাত্রা, কমবে রাতের তাপমাত্রা।


আরও পড়ুন-তথ্য প্রতিমন্ত্রীর বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের


কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী কয়েকদিন বাড়বে দিনের তাপমাত্রা, কমবে রাতের তাপমাত্রা।

কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী কয়েকদিন বাড়বে দিনের তাপমাত্রা, কমবে রাতের তাপমাত্রা।

দক্ষিণবঙ্গেও আজ আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, পরে পরিষ্কার আকাশ থাকবে। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ বাংলাদেশ উপকূলে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে নামবে কলকাতার তাপমাত্রা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ উপভোগ করা যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে।

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যের কারণে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

সূত্রঃ নিউজ এইটটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :