May 20, 2024, 4:27 am

বিরিয়ানিতে মাংস খুঁজতে গিয়ে পাওয়া গেল মরা টিকটিকি!

বন্ধুর আমন্ত্রণে হোটেলে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে ঘটে বিপত্তি। নিজের প্লেট থেকে মাংস খুঁজতে গিয়ে মুখে নিতেই পাতে দেখা যায় মরা টিকটিকি।

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাতন গোহাটা এলাকার হাজী বিরিয়ানি হাউজ নামে একটি খাবার হোটেলে। খবর পেয়ে রাতেই এই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্র জানায়, উজ্জল হাসান নামের এক যুবক কয়েক বন্ধুকে নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ওই হোটেলে যান কাচ্চি বিরিয়ানি খেতে। চার প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে টেবিলে গিয়ে বসেন তাঁরা। ওই সময় সবাই খাওয়া শুরু করেন। এক পর্যায়ে উজ্জল তাঁর প্লেট থেকে বিরিয়ানি নিয়ে মুখে দেন। আর তখনই ঘটে বিপত্তি।

উজ্জল জানান, যেহেতু বন্ধুদের দাওয়াত দিয়ে এনেছেন তাই নিজের প্লেটে টিকিটিকি দেখলে খাওয়া বন্ধ করে অন্যদেরও খেতে বারণ করেন। এরপর হোটেলের লোকজনকে কিছু কথা বলে কোনো ঝামেলা ছাড়াই চলে যেতে চাইলে ম্যানেজার বিল দিতে বললে তর্কের ঘটনা ঘটে। পরে নিজেদের মোবাইলে ছবি উঠিয়ে নিজেদের ফেসবুক আইডিতে আপলোডসহ করেন।

পরে তাঁদের অন্য বন্ধুরা খবর পেয়ে হোটেলে চলে আসেন। এ অবস্থায় ঘটনাটি ব্যাপক প্রচার হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়ে। পরে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

তিনি ঘটনার সত্যতা পেয়ে হোটেলটিকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। ওই সময় পাশের আরো একটি হোটেল পরিদর্শন করে ফ্রিজের মধ্যে অপরিষ্কার খাবার দেখতে পেয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অভিযুক্ত হাজী বিরিয়ানি হোটেল মালিক মো. লোকমান হোসেন বলেন, ‘প্রায় তিন বছর ধরে এই বিরিয়ানি প্রশাসনসহ সকল জায়গায় দিয়ে আসছি। কখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ অবস্থায় একটি চক্র হয়তো আমাদের সুনাম নষ্ট করার জন্য এমন কাণ্ড ঘটাতে পারে। তবু আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি।’

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান জানান, হোটেল মালিকের স্বীকারোক্তিতে ৩৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে।-কালের কণ্ঠ

0 0 0 0
Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।

You Might Also Like
Girl finds strange eggs under her bed – when expert sees it, he turns pale
Girl finds strange eggs under her bed – when expert sees it, he turns pale
loansocieties.com
Best Asset Management Software | Learn More
Best Asset Management Software | Learn More
Asset Management | Search Ads
The pilot cried when he realized why the birds were flying next to the plane
The pilot cried when he realized why the birds were flying next to the plane
loansocieties.com
Recommended by

এর আরো খবর »
বিরিয়ানিতে মাংস খুঁজতে গিয়ে পাওয়া গেল মরা টিকটিকি!
বিরিয়ানিতে-মাংস-খুঁজতে-গিয়ে-পাওয়া-গেল-মরা-টিকটিকি-
মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় একমাত্র সন্তানের জেল
মা-বাবাকে-ভরণপোষণ-না-দেওয়ায়-একমাত্র-সন্তানের-জেল
ফের সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই যতজনের মৃত্যু
ফের-সড়ক-দুর্ঘটনা-ঘটনাস্থলেই-যতজনের-মৃত্যু

একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু
একই-পরিবারের-৪-জনের-মর্মান্তিক-মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে-একই-পরিবারের-৪-জনের-মর্মান্তিক-মৃত্যু
প্রেমিক লাপত্তা, স্বামী-সন্তান ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকা!
প্রেমিক-লাপত্তা-স্বামী-সন্তান-ছেড়ে-বিয়ের-দাবিতে-প্রেমিকা-

সর্বাধিক পঠিত
এবার বিকাশের মাধ্যমে যে বিশাল সুখবর পাচ্ছেন গ্রাহকরা!

দাম মাত্র ৫,৯৯৯ টাকা, বাজারে এলো দুর্দান্ত এক স্মার্টফোন

‘আমার দেখা সবচেয়ে সুন্দর নারীদের মধ্যে একজন’

প্রবাসীরা জেনে নিন আজকের টাকার রেট

Phone : +88-016-20227264
Email For The News : mtnews01@gmail.com
Copyright © 2013 – 2023 MTnews24. ALL Rights Reserved.
Contact UsAbout UsPrivacy PolicyDMCA
rssfb pagetwitter
menulogohome এক্সক্লুসিভ জাতীয়আন্তর্জাতিকবিচিত্র জগৎখেলাধুলাইসলামবিনোদনপ্রবাস SUBSCRIBE ফলো করুন
বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৩:৫৭
বিরিয়ানিতে মাংস খুঁজতে গিয়ে পাওয়া গেল মরা টিকটিকি!

বিরিয়ানিতে মাংস খুঁজতে গিয়ে পাওয়া গেল মরা টিকটিকি!

Pause

Unmute
Remaining Time -9:50

Close PlayerUnibots.com
এমটিনিউজ২৪ ডেস্ক : বন্ধুর আমন্ত্রণে হোটেলে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে ঘটে বিপত্তি। নিজের প্লেট থেকে মাংস খুঁজতে গিয়ে মুখে নিতেই পাতে দেখা যায় মরা টিকটিকি।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাতন গোহাটা এলাকার হাজী বিরিয়ানি হাউজ নামে একটি খাবার হোটেলে। খবর পেয়ে রাতেই এই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্র জানায়, উজ্জল হাসান নামের এক যুবক কয়েক বন্ধুকে নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ওই হোটেলে যান কাচ্চি বিরিয়ানি খেতে। চার প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে টেবিলে গিয়ে বসেন তাঁরা। ওই সময় সবাই খাওয়া শুরু করেন। এক পর্যায়ে উজ্জল তাঁর প্লেট থেকে বিরিয়ানি নিয়ে মুখে দেন। আর তখনই ঘটে বিপত্তি।

উজ্জল জানান, যেহেতু বন্ধুদের দাওয়াত দিয়ে এনেছেন তাই নিজের প্লেটে টিকিটিকি দেখলে খাওয়া বন্ধ করে অন্যদেরও খেতে বারণ করেন। এরপর হোটেলের লোকজনকে কিছু কথা বলে কোনো ঝামেলা ছাড়াই চলে যেতে চাইলে ম্যানেজার বিল দিতে বললে তর্কের ঘটনা ঘটে। পরে নিজেদের মোবাইলে ছবি উঠিয়ে নিজেদের ফেসবুক আইডিতে আপলোডসহ করেন।

পরে তাঁদের অন্য বন্ধুরা খবর পেয়ে হোটেলে চলে আসেন। এ অবস্থায় ঘটনাটি ব্যাপক প্রচার হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়ে। পরে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

তিনি ঘটনার সত্যতা পেয়ে হোটেলটিকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। ওই সময় পাশের আরো একটি হোটেল পরিদর্শন করে ফ্রিজের মধ্যে অপরিষ্কার খাবার দেখতে পেয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অভিযুক্ত হাজী বিরিয়ানি হোটেল মালিক মো. লোকমান হোসেন বলেন, ‘প্রায় তিন বছর ধরে এই বিরিয়ানি প্রশাসনসহ সকল জায়গায় দিয়ে আসছি। কখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ অবস্থায় একটি চক্র হয়তো আমাদের সুনাম নষ্ট করার জন্য এমন কাণ্ড ঘটাতে পারে। তবু আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি।’

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান জানান, হোটেল মালিকের স্বীকারোক্তিতে ৩৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে।-কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :