April 27, 2024, 1:34 am

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক।। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী আজ । বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান ‘ বীরশ্রেষ্ঠ ’ খেতাবে ভূষিত করা হয় –ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম । ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের‘ মোবারক লজ ’ – এ মহান স্বাধীনতার সূর্যসন্তান মতিউর রহমান জন্মগ্রহণ করেন । মতিউর রহমান মুক্তিযুদ্ধে পাক – সৈন্যরা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্টে ইপিআর – এর সঙ্গে থেকে প্রতিরোধ বুহ্য তৈরি করেন । ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি বিমানবাহিনী এফ -৮৬ স্যাবর জেট থেকে তাদের ঘাঁটির ওপর বোমাবর্ষণ করে । মতিউর রহমান পূর্বেই এটি আশঙ্কা করেছিলেন । তাই ঘাঁটি পরিবর্তন করেন এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তার বাহিনী । ২০ আগস্ট ১৯৭১ – এ মতিউর রহমান দেশের জন্য মৃত্যুবরণ করেন । পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণির কবরস্থানে সমাহিত করে । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় । তাকে পূর্ণ মর্যাদায় ২৫ জুন শহিদ বুদ্ধিজীবী গোরস্তানে পুনরায় দাফন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :