April 20, 2024, 5:14 am

বেনাপোলে আবারো ভারতীয় ট্রাকে মিললো ৬শ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ঔষধ

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোলে ভারত থেকে আমদানি কৃত পন্যের ভিতর থেকে নিষিদ্ধ ঘোষিত ৬শবোতল ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেছে বেনাপোল কাস্টমস।

রোববার দুপুরে বেনাপোল বন্দর থেকে অবৈধ পন্য সহ ভারতীয় ট্রাকটি আটক করা হয়।

কাস্টমস জানায়, একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের পর কাস্টম হাউজে এনে বিভিন্ন সংস্থার সামনে গাড়ির ত্রিপোল খুলে ৬শ বোতল ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ঔষধ খুঁজে পায়। সুঁজুতি এন্টারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পন্যচালানটি খালাশের আগেই কাস্টমের জালে ধরা পড়ে গেল চোরাই পণ্য ভর্তি ট্রাকটি।

এবিষয়ে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি পন্যবাহি ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাসে এধরনের অনেকগুলো চালান আটক করা হয়েছে। ট্রাকের চালক আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :