April 26, 2024, 9:08 am

ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কবার্তা

আবহাওয়া ডেস্ক।।
প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুন) অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (শনিবার) বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তার অধিক) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

এদিকে, শুক্রবার রাতে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পৃথক দুই স্থানে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয় জন। পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরাতে কাজ করছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :