April 25, 2024, 7:17 am

ভেজাল শিশুখাদ্য বিক্রি, দোকানির জরিমানা

মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জব্দ করা ভেজাল শিশুখাদ্য।
মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জব্দ করা ভেজাল শিশুখাদ্য।ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ ও নকল খাদ্যপণ্য বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানকালে বিএসটিআইর অনুমোদনবিহীন শিশুখাদ্যে উপহার হিসেবে আকর্ষণীয় খেলনার ব্যবহার, অস্বাস্থ্যকর রং মেশানো, মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন ও নকল পণ্য বিক্রির দায়ে মিজান স্টোরের মালিক মো. মিজানকে ৩০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি বন্ধ করে দেওয়া হয়। পরে দোকানি ভবিষ্যতে এমন পণ্য আর বেচবেন না বলে মুচলেকা দিলে ফের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। তবে দোকান থেকে ভেজাল শিশুখাদ্য জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :